🖋চেয়ারম্যানের বাণী
হেল্থ এন্ড লিগ্যাল এইড প্রোভাইডার ফাউন্ডেশন (HLAPF)
আমরা বিশ্বাস করি—প্রতিটি মানুষেরই ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে, এবং প্রত্যেকেরই স্বাস্থ্যসেবা পাওয়া উচিত। এই বিশ্বাস থেকেই আমাদের যাত্রা শুরু।
আজকের সমাজে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের কাছে সঠিক আইনি সহায়তা বা চিকিৎসা পৌঁছে দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। HLAPF সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে একটি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে।
আমরা চাই—
কেউ যেন আইনের সহায়তা থেকে বঞ্চিত না হয়
মৌলিক চিকিৎসার অভাবে কোনো জীবন যেন ঝরে না যায়
প্রত্যেকে যেন সম্মানজনকভাবে বাঁচার সুযোগ পায়
আমি HLAPF-এর সকল সদস্য, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা আছেন বলেই আমরা এগিয়ে যেতে পারছি।
–
চেয়ারম্যান
হেল্থ এন্ড লিগ্যাল এইড প্রোভাইডার ফাউন্ডেশন (HLAPF)